আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য নিয়ে সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (২২ অক্টোবর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভায় অতিথিরা বলেন, দুর্ঘটনারোধে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হলে চালক, পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। নিজে সচেতন না হলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।
এ সময় বক্তারা নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত কামনা করেন।
এর আগে ফরিদগঞ্জ উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সদ্য বিদায়ী সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, নিসচার ফরিদগঞ্জ শাখার সভাপতি বারাকাতুল্লাহ পাটোয়ারী, সহ-সভাপতি প্রবীর চক্রবর্তী , সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন , মহিলা বিষয়ক সম্পাদিকা রাজিয়া সুলতানা, কোষাধক্ষ্য রুহুল আমিন খান স্বপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের আইসিটি বিষয় সম্পাদক গাজী মমিন, নিসচার সদস্য মোঃ মাছুম,আমান উল্লাহ খান ফারাবী, শামীম হাসান প্রমুখ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।