আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী সিআইপি জালাল আহমেদের সমর্থনে দ্বিতীয় দিনের মতো উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর (রবিবার) বিকেলে ফরিদগঞ্জের ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপাদিক মুন্সি বাড়িতে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক সিআইপি জালাল আহমেদের সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালাল আহমেদের সহধর্মিনী মাইমুনা জালাল ইকরা।
এসময় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগমের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক পাবেল পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন তালুকদার, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার সজীব, সাবেক ছাত্রনেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, যুবলীগ নেতা আব্দুর রহিম নিলফ, যুবলীগ নেতা ইসমাইল হোসেন পাটওয়ারী, কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, ছাত্রলীগ নেতা শাহাদাত তপাদার, তামজিদ আহমেদ হৃদয়, মহিলা আওয়ামী লীগ কর্মী বিলকিস বেগম ও রওশন আরা বেগম প্রমুখ।
উঠান বৈঠককালে উপস্থিত সকলের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক লিফলেট এবং সিআইপি জালাল আহমেদের নিজ অর্থায়নের উন্নয়নমূলক কাজের লিফলেট বিতরণ করা হয়। এসময় বক্তব্যে জালাল আহমেদের সহধর্মিণী মাইমুনা জালাল ইকরা বলেন, ভোট প্রদান করা প্রত্যেক নাগরিকের নৈতিক অধিকার। তবে এক্ষেত্রে যোগ্য ব্যক্তিকে সেই ভোট প্রদান করে তাকে জয়যুক্ত করে আপনাদের সেবা আরও বড় আকারে করার সুযোগ করে দিতে হবে আপনাদেরকেই। এই ফরিদগঞ্জ উপজেলায় সিআইপি জালাল আহমেদ সাহেব বিভিন্ন রকমের সহযোগিতা করেছেন। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বেশি করে করার সুযোগ করে দিবেন আপনারাই। আগামী নির্বাচনে জালাল সাহেবকে আপনাদের পছন্দের জায়গায় রেখে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করবেন বলে আমার বিশ্বাস।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।