বিএনপি জামাতের হরতাল নৈরাজ্যে জ্বালাও,
পোড়াও,অগ্নিসংযোগ,গাড়ী ভাংচুরের প্রতিবাদে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সকালে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্ব রোড মজিব চত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ সিটি শপিং সেন্টারের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষে এক শান্তি
সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন,বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধকে হাজীগঞ্জের মানুষ প্রত্যাখ্যান করেছে। আওয়ামীলীগ এর নেতৃত্বে নেতাকর্মীরা অবরোধের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে। আওয়ামীলীগের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিলো। আওয়ামীলীগের হাতেই এদেশ নিরাপদ থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনিত নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হবে। অবরোধের নামে হাজীগঞ্জে নৈরাজ্য, অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করা হলে আওয়ামীলীগ ও এর অঙ্গদলের নেতৃবৃন্দ মাঠে থেকে প্রতিহত করবে।এসময় নেতাকর্মীরা ‘অবৈধ হরতাল মানি না, মানবো না। আওয়ামী লীগের অ্যাকশন ডাইরেক অ্যাকশন, শেখ হাসিনা সংসদে, আমরা আছি রাজপথে’ বিভিন্ন ধরনের স্লোগান দেয়।
এসময় হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বাবু স্বপন কুমার পাল,হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন,পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মিয়া, শামসুজ্জামান মুন্সী, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন, ডাঃ বিল্লাল,হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান জাহিদ, যুবলীগ নেতা মোঃ আরিফ মজুমদার,উপজেলা যুবলীগের যুগ্ম জাকির হোসেন সোহেল,পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজন সাহা, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ পৌর ১২টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,পৌর ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় শত শত জনতা শান্তি সমাবেশে অংশ গ্রহন করে।