হাজীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির নবনির্বাচিত নেতৃবৃন্দের পক্ষ থেকে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদকে ফুলেল সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাত ৯ টায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির নবনির্বাচিত নেতৃবৃন্দ ফুলের সংবর্ধনা ও মতবিনিময় করেন।
ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মির্জা মো. গিয়াস উদ্দিন, হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন মিয়াজী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, হাজীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মো. মোরশিদুল আলম, সাধারণ সম্পাদক মির্জা মো. খলিলুর রহমান প্রমুখ।
মতবিনিময় কালে বিভিন্ন কৌশল বিনিময় এবং নবনির্বাচিত সবার খোঁজখবর নেন, দিকনির্দেশনামূলক কথা বলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ। ভালো কাজে পাশে থাকবেন বলে প্রতিশ প্রদান করেন এবং তিনি নব নির্বাচিত কমিটির সহযোগিতা কামনা করেন।
এছাড়াও ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ, হাজীগঞ্জ পৌর জাতীয় পার্টির নেতাকর্মী উপস্থিত ছিলেন।