হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, জেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা সোহাগ আহমেদ মাইনু, হাজীগঞ্জ পৌর যুবলীগের সাবেক আহবায়ক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন প্রমুখ।
পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী জনির সভাপতিত্বে সভায় ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, আজিম মজুমদার, মাসুদ রানা ও ইমাম হাসান বাবলু প্রমুখ। বক্তব্য শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ।
এসময় পৌর যুবলীগের সদস্য সোহেল রানা, জসিম উদ্দিন নাছির, ওয়ার্ড যুবলীগ নেতা সুমন অধিকারী, মাইনুদ্দিন মিয়াজী, নন্দু দুলাল দাস, গাজী ইকবাল, মিলন গাজী, ইয়াছিন বাপ্পী, মহসিন মিয়া, সেলিম মিয়াসহ পৌর ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।