দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নৌকার মননোয়ন প্রত্যাশী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিনের নেতৃত্বে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার ১৫ সন্ধ্যায় তফসিল ঘোষণার পর পরই হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালুর মাঠে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন।
এ সময় মিছিলে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় প্রতীক নৌকার নামে স্লোগান দেন নেতাকর্মীরা।
মিছিলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জাকির মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাবু সমির লাল দত্ত,সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী,সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শাহজামাল,আওয়ামীলীগ নেতা বাবুল পাটওয়ারী,উপজেলা পরিষদের মহিলা ভাই চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি,জেলা পরিষদের মহিলা সদস্য জান্নাতুন ফেরদৌস,৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মিলন,সাবেক দপ্তর সম্পাদক আবুল কাশেম মুন্সী,২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, ৫নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান মীর,সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউছুফ মহন গাজীসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যা ৭টায় জাতির জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।