বিএনপি-জামায়াত কর্তৃক হরতাল, অবরোধ ও অগ্নিসংযোগের
প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিনের
নেতৃত্বে রহিমানগর বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের
আয়োজন করা হয়। রহিমানগর উত্তর বাজার মুন্সী মার্কেট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ
মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুন্সী মার্কেটের
সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন।
এসময় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনীত
প্রার্থীকে বিজয়ী করতে আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব। বিএনপি জামায়াত
অবরোধ ও হরতাল ডেকে গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশ সহ সাধারণ মানুষ
হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আওয়ামী লীগ সরকার
রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই আমরা সবাই নিরাপদে আছি। তাই ৭ জানুয়ারী
নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায়
ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধরাণ সম্পাদক বিল্লাল
হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও
ইউপি চেয়ারম্যান আমির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি
কমান্ডার জাবের মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল
গাজী। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, লিটন
মুন্সী, গাজী আহাদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, শাহাদাৎ হোসেন, ইউপি
চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ
উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম
পাটোয়ারী, ইউপি সদস্য মোঃ খাজা, মোঃ শহিদ উল্লা, সহ আওয়ামী লীগ ও
সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
সমাবেশে অংশগ্রহন করেন।