ফরিদগঞ্জে নৌকা প্রতীকের প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান নেতাকর্মীদের সাথে ফরিদগঞ্জ বাজারের হল মার্কেটে অবস্থিত নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় করেন।
১৮ ডিসেম্বর রাতে মতবিনিময়কালে তিনি বলেন, এই আসনে আমিই আওয়ামীলীগের একমাত্র প্রার্থী। জননেত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা কারো কথায় বিভ্রান্ত না হয়ে জানুয়ারি মাসের ৭ তারিখে সকলে মিলে ভোটকেন্দ্রে গিয়ে নৈাকায় ভোট দিয়ে আওয়ামীলীগের প্রতীক নৌকাকে বিজয়ী করবেন।
এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের লেখনির মাধ্যমে সরকারের সকল উন্নয়নের চিত্র দেশের মানুষের কাছে তুলে ধরবেন। আমি এই উপজেলাকে সারাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডঃ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর পালোয়ান, এস এম টেলু মেম্বার, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডঃ. কামরুল ইসলাম রোমান, পারভেজ, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, উপজেলা যুবলীগ নেতা মাসুদ আলম আয়াত, আলাউদ্দিন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক হৃদয় গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।