আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থিত নেতা-কর্মীদের মাঝে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনে আসনে।
প্রতীক বরাদ্দের পরই সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের নেতা কর্মীরা।
শুক্রবার হাজীগঞ্জ বাজারে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেছেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, জেলা আওয়ামীলীগের রোটা. আহসান হাবীব অরুন,সদস্য খালেদুর রব মিঠু,আওয়ামী লীগ নেতা গাজী বিল্লাল হোসেন,হাজী জসিম উদ্দিন,উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল,পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ প্রচারণায় দলীয় নেতা কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিলো।
এরপরে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সফিকুল আলম ফিরোজ এর ট্রাক মার্কার সমর্থনে হাজীগঞ্জ বাজারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়ার নেতৃত্বে একটি মিছিল করা হয়েছে।
এসময় উপজেলা মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার মজিবুর রহমান,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন দুলাল পাটওয়ারী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবাদুর রহমান খোকনসহ শত শত নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ-দিন বিকেলে হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিনের ঈগল প্রতীকের গণসংযোগে জনতার ঢল নামতে দেখা যায়।
ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরাসহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে মিছিল হয়। মিছিলে অংশগ্রহণ করেন ঈগল প্রতীকের প্রার্থী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন। এরপর তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন এবং গণসংযোগ করে “ঈগল” প্রতীকে ভোট প্রার্থনা করেন। পথসভা ও গণসংযোগে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা পরিষদের সদস্য মো. বিল্লাল হোসেন, সংরক্ষিত নারী সদস্য ফেরদৌসি আক্তার, দ্বাদশগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম বকাউলসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকর এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।