হাজীগঞ্জ পৌর ১০,১১,১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ১১ নং ওয়ার্ডের ফ্যান্টাসি গার্ডেনে এ কর্মি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১০,১১,১২ নং ওয়ার্ডের ডিগ্রি কলেজ কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মোঃ সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক,পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন,সব অপশক্তিকে মোকাবিলা করে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে,নৌকার বিকল্প কিছুই নেই। নৌকা স্বাধীনতার মার্কা,নৌকা উন্নয়নের মার্কা,আমরা ঈগল পাগল বুঝিনা,নৌকা মার্কায় ভোট দিতে হবে।
নৌকা মার্কার বিজয়ের লক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন,নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে।
পৌর ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান রকির সঞ্চালনায় পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির,সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুজামান মুন্সী, সাবেক সদস্য আলমাছ রায়হান রানা,১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল মুনছুর মন্টু, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম,১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদের মুন্সী,সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর সাদেকুজামান মুন্সী,১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তবিউল্ল্যাহ, পৌর মহিলা আওয়ামীলীগ নেত্রী ফাহিমা আক্তার,উম্মে কুলসুম মুক্ত,পৌর যুবলীগের আরিফ হোসেন রাজিব, ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহ পরান মুন্সী,যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী সাব্বিরসহ ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী, সমর্থকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।