মতলব উত্তরে প্রয়াত আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র রুহের মাগফেরাত
কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে দশানী
মোহনপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর-দক্ষিণ উপজেলা আ’লীগের প্রধান উপদেষ্ঠা পারভীন চৌধুরী
রিনা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নারীনেত্রী সুবর্না চৌধুরী বীণার সভাপতিত্বে ও
সহকারী শিক্ষক মন্টু কুমার মন্ডলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য পারভীন চৌধুরী বলেন,
আমি আপনাদের কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই। আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ
রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতবাসী করেন। পরিশেষে তিনি বলেন, আপনারা আমার
পরিবারের জন্য দোয়া করবেন। আমার পরিবারের প্রতিটি সদস্য মতলবের মানুষের কল্যাণে কাজ করে
যাচ্ছে, ভবিষ্যতে ও যাবে।
সভাপতির বক্তব্যে সুবর্ণা চৌধুরী বীনা বলেন, আপনারা আমার প্রয়াত স্বামীর জন্য দোয়া
করবেন। সে যেভাবে মতলবের আপামর জনসাধারণের সাথে মিলেমিশে কাজ করেছে। সেভাবে
আমরাও কাজ করছি, ভবিষ্যতেও করে যাবো। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। এসময়
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।