দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে মতলব
উত্তরের বিভিন্নস্থানে উঠান বৈঠক করেছে মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৬
ডিসেম্বর) বিকেলে উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান
অতিথি ছিলেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্ঠা পারভীন
চৌধুরী রিনা।
মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক লাভলী চৌধুরীর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন চাঁদপুর জেলা মহিলা আ’লীগের যুগ্ম
সাধারণ সম্পাদক সুবর্ণা চৌধুরী বীণা।
বিশেষ অতিথির বক্তব্যে সুর্বণা চৌধুরী বীণা বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। সরকার
সামাজিক নিরাপত্তার যে কাজগুলো করেছে তার মধ্যে বৈপ্লবিক অবস্থান তৈরি করেছে রাষ্ট্রীয়
পর্যায়ে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা চালু, বৃদ্ধি ও প্রসারিত করার মধ্য দিয়ে। বিধবা ভাতা,
বয়স্কভাতা অর্থাৎ পিছিয়ে পড়া অবহেলিত, উপার্জন নেই এমন ব্যক্তি বিশেষকে সামাজিক
নিরাপত্তার আওতায় আনার প্রয়াস বর্তমান সরকার নিয়েছে। এ উন্নয়ন অগ্রগতির ধারা
অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে পারভীন চৌধুরী রিনা বলেন, আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ
নির্বাচনে চাঁদপুর-২ আসনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে। সকল নেতাকর্মী যদি
ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে
ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার
প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার
অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
আরো বক্তব্য রাখেন, সুমি চৌধুরী, নারী নেত্রী সুহিনুর আক্তার। এসময় জেলা-উপজেলা আওয়ামী
লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।