‘ফরিদগঞ্জে অসংখ্য শিক্ষিত ছেলেমেয়ে বেকার রয়েছে, এদের বেকারত্ব দূরীকরণ হবে। মাদকের সাম্রাজ্য ভেঙ্গে সুশীল সুন্দর একটি সমাজব্যবস্থার আপ্রাণ চেষ্টা করা হবে। পাশাপাশি, সামাজিক যতরকম অসুবিধা রয়েছে; সেগুলোর সুযোগসুবিধার প্রতি সজাগ দৃষ্টি থাকবে। আমার প্রিয় ভাই-বাবারা আপনারা শুধু ভোটকেন্দ্রে এসে আপনার মৌলিক অধিকারটুকু প্রয়োগ করবেন। আমার দল বিএনএমের নোঙ্গর প্রতীক এসেছে শান্তির কথা বলতে, শান্তি বজায় রাখতে। শান্তিময় সুষ্ঠু পরিবেশে আপনারা যেন ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান, তাহলে ফরিদগঞ্জে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের শাহজাহান। সবসময় পাশে পাবেন আমাকে। নির্বাচনে কোনোরকম অঘটনের সুযোগ নেই। যদি কোনোরকম অঘটন কেউ ঘটাতে চায়, তাহলে তার সমুচিত জবাব আমরা দিতে প্রস্তুত আছি। আশা করি প্রশাসনের সজাগ দৃষ্টি থাকবে চারপাশে।’
২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার ৫নং ইউনিয়নের আষ্টা বাজারে ব্যবসায়ী ও বাজারে আগত বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও সখ্যতা আদান-প্রদানের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর মহাসচিব ও মুখপাত্র এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোঃ শাহজাহান উপরোক্ত কথা বলেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনএম নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. মমিন উল্ল্যাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলার সুবিদপুর, কড়ৈতলী বাজার, শাহার বাজার, রূপসা, পাইকপাড়া, শাহী বাজার, শোল্লা, আমিরা বাজার, রামদাসেরবাগ, গল্লাক বাজারসহ আশেপাশের বাড়িসমূহে নির্বাচনী লিফলেট বিতরণ ও নোঙ্গরের প্রচার-প্রচারণা চালিয়েছেন নেতাকর্মীগণ।