আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর- ৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান এর পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় নেতৃবৃন্দের আয়োজনে রবিবার (৩১ ডিসেম্বর) বিকালে পাটোয়ারী বাজার পূর্ব মাথায় এই পথসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী পথসভায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান এমপিকে দ্বিতীয় বারের মতো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে আহবান।
এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জিএম হাসান তাফাচ্ছুম এর সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মজুমদার এর সভাপতিত্বে স্থানীয় পাটোয়ারী বাজার পূর্ব মাথায় নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে উপজেলা কমিটির আহ্বায়ক এড. জাহিদুল ইসলাম রুমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা খোকন তালুকদার, তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এম কে সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ সোহাগ, ইউনিয়ন যুবলীগ নেতা হালিম খান রিপন, চাঁদপুর -৪ আসনের নৌকা মার্কার নির্বাচনী সমন্বয়ক কমিটির সদস্য তানজিল হোসেন, আওয়ামী লীগ নেতা দিদার হোসেন, মিলন মিয়া, আমরা মুক্তিযোদ্ধা সন্তান চাঁদপুর জেলা কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম মিয়াজী, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কবির তপদার পাটোয়ারী বাজার নির্বাচনী কেন্দ্রের আহ্বায়ক মোঃ আবুল খায়ের মিয়া প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি আপনাদের নির্বাচিত ভোটের মাধ্যমে গত সাড়ে চার বছর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি । নৌকা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, নৌকা দেশপ্রেমের মার্কা । জনগণের মনোনীত প্রার্থী হিসেবে সাংবাদিক শফিকুর রহমান এমপির পক্ষে পুনরায় নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য ,দোয়া চাওয়ার জন্য আমার প্রিয় জনগণের সামনে এসেছি। প্রিয় ভাই ও বোনেরা সবাই আমার জন্য দোয়া করবেন জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক মার্কায় ভোট দিয়ে সাংবাদিক শফিকুর রহমানকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।