হাজীগঞ্জে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. সফিকুল আলম ফিরোজের ট্রাক প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) বেলা ৩টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে পৌরসভাধীন ১০নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ট্রাক প্রতীকের হাজীগঞ্জ পৌরসভাধীন এলাকার নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভায় ১০নং ওয়ার্ড কর্মীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন, পৌর কমিটির প্রধান সমন্বয়ক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আহসান উল্যাহ্ মৃধা।
এ সময় তিনি ভোটারদের সাথে কিভাবে কথা বলবে এবং ভোটসংগ্রহের বিভিন্ন কৌশল শিখিয়ে দেন কর্মীদের। একই সময়ে আহসান উল্যাহ্ মৃধা বলেন, ভোটের দিন প্রথমেই নিজ পরিবারের সদস্য ও বাড়ির লোকজনকে ভোট কেন্দ্র পাঠিয়ে দিবেন। পরে গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী শাহীদুজ্জামান ঝুটনের উপস্থাপনায় কর্মীসভায় পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাকির হোসেন মিয়াজী, আলমগীর হোসেন, টিপু সুলতান, রেজাউল করিম তালুকদারসহ অন্যান্য সদস্যসহ ১০নং ওয়ার্ডের কর্মীরা উপস্থিত ছিলেন।