সারা দেশের ন্যায় কচুয়ায় বই উৎসবে নতুন বইয়ের ঘ্রানে আনন্দ
উচ্ছ¡াসে মেতে উঠেন কোমলমতি শিক্ষার্থীরা। এ উৎসবের মধ্য দিয়ে
শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই। সোমবার (১ জানুয়ারি) দুপুরে কচুয়া
সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কলিম উল্লাহ
ভূইয়ার সভাপতিত্বে ও শিক্ষক মোঃ এমদাদ উল্লাহ্ধসঢ়;র সঞ্চালনায় কচুয়া উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত
থেকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়ার মধ্যে দিয়ে এই বই
উৎসবের শুভ উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)
ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ
খান, উপজেলা শিক্ষা অফিসার পারভীন আক্তার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার
জাবের মিয়া ও মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, বাজার ব্যবসায়ী পরিচালনা
কমিটির সভাপতি জাকির হোসেন বাটা প্রমুখ।
কচুয়ায় এ বছর উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪২টি
মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে একযোগে বই বিতরণ
করা হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিক পর্যায়ে ১ লক্ষ
৫৭ হাজার ২শ ৬৯ টি, ইবতেদায়ী মাদ্রাসায় ৭৩ হাজার ২শ টি, মাধ্যমিক
পর্যায়ে ২ লক্ষ ৫০ হাজার ৩শ টি, মাদ্রাসা পর্যায়ে ১ লক্ষ ৫০ হাজার ৪শ ৪০টি বই
শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এসময় বিদ্যারয়ের শিক্ষক, এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।