শাখাওয়াত হোসেন শামীম:
বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান শেখ হাসিনার সরকার ভর্তুকি দিয়ে সারাদেশে নিত্য প্রয়োজনী পণ্য কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতি মাসে তালিকাকৃত কার্ডধারী দরিদ্র নারী-পুরুষদের বিনামূল্যে ৩০ কেজি চাল বিতরন কার্যক্রম অব্যাহত আছে।
গত মঙ্গলবার(২৬ এপ্রিল) সকালে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ১৮৮ জন দরিদ্র পরিবারের মধ্যে এ চাল বিতরন চলছে। তালিকাকৃত কার্ডধারী বয়স্ক নারী-পুরুষগণ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রত্যেকে ডিপোজিট হিসেবে ২০০টাকা টাকা জমা দেয় দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির কাছে। সরকারের এমন সুবিধা পেয়েছেন হাজীগঞ্জে ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে মোট ১৮৮ জন দরিদ্র নারী-পুরুষ পরিবার।
ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইউনিয়নের দরিদ্র জনগণকে এমন সুবিধা সেবা দিতে পেরে আনন্দ লাগছে।
এসময় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভিজিডির চাল তুলে দেন চেয়ারম্যান নিদিষ্ট কার্ডধারীর হাতে।