হাজীগঞ্জে দোয়া ও মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে ‘ওয়েভ টিউন’ এর অফিসিয়াল কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ হাজী ভিলায় পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও দোয়ার মধ্য দিয়ে এই ওয়েভ টিউনের কার্যালয়ে উদ্বোধন করা হয়।
ওয়েব টিউন কার্যালয়ে ইসলামিক সঙ্গীত, পবিত্র কোরআন তেলাওয়াত ও বিজ্ঞাপন রেকর্ড করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন, মাওলানা মোহাম্মদ কামরুল হাসান। এরপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক বাদ ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মো. মোরশেদ আলমের সভাপতিত্বে ও আক্তার হোসেন আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওলামায় মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, মাদরাসায়ে দারুল কারীমের মুহতামিম মাওলানা জুবায়ের আহমেদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আজহার আলম বেপারী, কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন প্রধানীয়া প্রমুখ।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন, সুরঙ্গন শিল্পী গোষ্ঠীর শিল্পী ফিরোজ আহমেদ, সাজেদুল হাসান, ইমরান সাকি, আরিয়ান আহমেদ জাবের, শিশু শিল্পী সাজিদুল হাসান, সাইদুল ইসলাম, ফাহিম হোসেন, আবু ইউসুফ, নিজামুদ্দিনসহ প্রমুখ।