Header Border

ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
বালিয়ায় নুরুল ইসলাম মিলনের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ হাজীগঞ্জে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থীদের সংম্বর্ধনা ও অভিষেক হাজীগঞ্জে মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্টে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় হাজীগঞ্জের রামপুর বাজারে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটি,এক গ্রাম থেকে সংঘর্ষ ছড়ালো ৪ গ্রামে চেয়ারম্যান আঃ রহমান মিয়াজী ফাউন্ডেশনের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বীকরণ উপকরণ বিতরণ  চাঁদপুরের কচুয়ায় ধ*র্ষি*তার সন্তান জোবায়ের পিতৃপরিচয় পাওয়ার আগেই মৃত্যু ধর্ষক গ্রেফতার  মতলব উত্তরে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা তানভীর হুদার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় হাজীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়ায় মহল্লায় বাড়ছে বখাটেদের উৎপাত বড়কুলে ক্রিকেট লীগ সিজন-৩ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ হাজীগঞ্জে সাড়ে ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণের অভিযোগ

হাজীগঞ্জে খালে সঠিক সময়ে পানি সরবরাহ না হওয়ায় প্রায় ৫শ হেক্টর জমি চাষাবাদে ধীরগতি 

চাঁদপুরের হাজীগঞ্জে সরকারী খালে সঠিক সময়ে পানি সরবরাহ না হওয়ায় প্রায় ৫শ হেক্টর কৃষি জমি চাষাবাদে ধীরগতি দেখা দেয়। কিছু মাঠে বিএডিসির সেচ প্রকল্পের মটর থাকলেও পরিচালনার অভাবে কৃষকদের ইরি বোরো চাষাবাদে তেমন কোন কাজে আসছে না। তাইতো স্ক্রিম ম্যানেজার ও স্থানীয় কৃষকদের প্রাণের দাবি পানি নিষ্কাশনের সুবিধার্থে মরা খালগুলো খননের বাস্তবায়ন চাই।
সরেজমিনে গিয়ে দেখা যায়,  উপজেলার ৮ নং হাটিলা পূর্ব  ইউনিয়নের বলিয়া, বেলঘর দক্ষিণ, হাড়িয়াইন উত্তর, লাউকরা পশ্চিম, রাজাপুরা দক্ষিণ,  আকানিয়া পশ্চিম, পদুয়া কৃষি মাঠসহ প্রায় ৫০০ একর আবাদি জমিতে পানি নিষ্কাশনের জটিলতা দেখা যায়।
পানি নিষ্কাশনের জটিলতার কারনে এ মাঠের কিছু অংশে দুই ধরনের ফসল উৎপাদনের সুযোগ থাকে। গত কয়েক বছর ধরে সেচ প্রকল্পের জটিল দেখা দিলে অনেক আবাদি জমি চাষাবাদ ছাড়াই পড়ে থাকতে দেখা যায়। এরই মধ্যে উপজেলা বিএডিসি আওতায় মাঠের কিছু অংশে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সঠিক ভাবে পানি পাচ্ছে না এখানকার কৃষকরা।  তাছাড়া গত বছর বিএডিসি পাম্প থেকে পানি না উঠার দুর্ভোগে অনেক কৃষক চাষাবাদ করতে পারেনি বলে অভিযোগ পাওয়া যায়। তবে বলিয়া, বেলঘর দক্ষিণ, হাড়িয়াইন উত্তর, লাউকরা পশ্চিম, রাজাপুরা দক্ষিণ,  আকানিয়া পশ্চিম, পদুয়া মাঠ ৫০০ একর কৃষি মাঠ পানি নিষ্কাশনের জন্য ১৩ টি ভাসমান পাম্প চলমান রয়েছে।
গত ১৬ জানুয়ারী মঙ্গলবার সরেজমিনে গেলে বেলঘর পূর্ব মাঠে  ভাসমান পাম্পের স্ক্রিম ম্যানেজার মাহবুব আলম পাটোয়ারী পানি নিষ্কাশনের জন্য পাম্পের কাজ শুরু করেন।
পূর্বের ড্রেন মেরামত করে সেচের পানি লাইনের কাজ করছে।  মূলত সমতাল ভাবে দূরবর্তী আবাদি জমিতে পানি প্রবেশের জন্যই কৃষকদের সুবিধার্থে এমন সুন্দর উদ্যোগ গ্রহন করে স্ক্রিম কর্তৃপক্ষ।
স্থানীয় কৃষক কামাল গাজী, ছাত্তার মাষ্টার, আক্তার হোসেন, বলেন, আমাদের সাত গ্রামের কৃষি মাঠে প্রায় ৫০০ একর আবাদি জমি রয়েছে। পূর্বে এ মাঠ থেকে টনে টনে ধান উৎপাদন হতো। বর্তমানে পানি নিষ্কাশনের জটিলতা দেখা দেওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই কৃষকদের চাষাবাদের কথা মাথায় রেখে মরা খালগুলো খনন করা।
ভাসমান পাম্প স্ক্রিম ম্যানেজার মাহবুব আলম পাটোয়ারী বলেন, বলিয়া, বেলঘর, হাড়িয়াইন, লাউকরা, রাজাপুরা, আকানিয়া ও পদুয়া মাঠ মিলে প্রায় ৫০০ হেক্টর চাষাবাদের জমি রয়েছে। এসব মাঠের জন্য ভিন্ন ভিন্ন ভাবে এ বছর ১৩ টি ভাসমান পাম্প রয়েছে। যেখানে ১৫ জন শ্রমিক পানি বন্টনে নিয়োজিত আছে। খাল খনন হলে এবং কাঠালি ব্রীজের পাড়ে পানি সরবরাহ বাধা পড়ায় সঠিক সময়ে পানি সরবরাহ করা যাচ্ছে না।
হাজীগঞ্জ উপজেলা বিএডিসি অফিসার মামুনুর রশিদ বলেন, আমরা পর্যাক্রমে উপজেলার সবগুলো খালের খনন কাজ সম্পন্ন করবো। তবে যেসব এলাকায় পানি নিষ্কাশনের জটিলতা দেখা দেয় সেখানকার স্ক্রীম ম্যানেজার বা সমিতির আবেদনের ভিত্তিতে খননের সুপারিশ পাঠাবো।
হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলেন, কৃষকদের সুবিধার্থে পানি নিষ্কাশনের জন্য খাল খননের জন্য সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ রাখবো।
আরো পড়ুন  প্রধানমন্ত্রীর জন্মদিনে হাজীগঞ্জে রাব্বির উদ্যোগে দোয়া-মাহফিল ও খাবার বিতরণ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বালিয়ায় নুরুল ইসলাম মিলনের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ
হাজীগঞ্জে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থীদের সংম্বর্ধনা ও অভিষেক
হাজীগঞ্জে মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্টে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়
হাজীগঞ্জের রামপুর বাজারে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটি,এক গ্রাম থেকে সংঘর্ষ ছড়ালো ৪ গ্রামে
চেয়ারম্যান আঃ রহমান মিয়াজী ফাউন্ডেশনের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বীকরণ উপকরণ বিতরণ 
চাঁদপুরের কচুয়ায় ধ*র্ষি*তার সন্তান জোবায়ের পিতৃপরিচয় পাওয়ার আগেই মৃত্যু ধর্ষক গ্রেফতার 

আরও খবর

error: Content is protected !!
preload imagepreload image