কচুয়া উপজেলার আশ্রাফুপর ইউনিয়নের পিপলকরা গ্রামে চুরি
বন্ধে ও চোরদের প্রতিহত করতে ইউপি সদস্য আবু সাঈদের নেতৃত্বে
লাঠি-বাঁশি নিয়ে মাঠে নেমেছে গ্রামবাসী। পাড়া-মহল্লায় কয়েকটি
দলে ভাগ হয়ে রাত জেগে গুরুত্বপূর্ণ পয়েন্টে পালাক্রমে পাহাড়া দিচ্ছে
গ্রামবাসীরা। তাদের সঙ্গে রয়েছে গ্রাম-পুলিশ ও কচুয়া থানা পুলিশ।
গ্রামবাসীরা সকলে মিলে পালাক্রমে রাত্রি জেগে পাহাড়া দিচ্ছে, এতে
তাদের মধ্যে কোন ক্ষোভ লক্ষ্য করা যায়নি। তারা নিজেরা নিজেরা টাকা তুলে
রাতের ম্যানুতে খিচুড়ি পার্টির আয়োজন করে হাসিখুসির মধ্যে
দিয়ে রাত পাড় করে পাহাড়া দিচ্ছে। এই উদ্যোগ গ্রহনের পর থেকেই ওই
গ্রামে চুরির ঘটনা আর ঘটেনি। তার এই মহতী উদোগের কারনে
শনিবার (২০ জানুয়ারী) বিকালে কচুয়া থানা পুলিশের আয়োজনে দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক
রাখায় পুলিশ সদস্যদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম
কাছ থেকে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা রাখায়
বিশেষ সম্মাননা স্মারক গ্রহন করেন পিপুলকড়া গ্রামের ইউপি সদস্য
আবু সাঈদ।
ইউপি সদস্য আবু সাঈদ জানান, চুরি ও ডাকারি প্রতিরোধে
এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে গ্রামে প্রবেশ ও বাহির মুখসহ বিভিন্ন
পয়েন্টে পাহাড়া বসানো হয়েছে। তাদের সঙ্গে গ্রাম-পুলিশ ও
এলাকাবাসী কাজ করছেন। সবাই এভাবে সজাগ থাকলে শুধু চুরি-
ডাকাতি নয়, মাদক পাচারও বন্ধ হবে বলে মনে করেন তিনি। পিপলকরা
গ্রামে চুরি, ছিনতাই, ডাকাতি যাতে না হয় সেইজন্য সবাইকে
ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে।
সম্মাননা প্রদানকালে- চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার
(প্রশাসন ও অর্থ) ও (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ) সুদীপ্ত রায়,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ধসঢ়;) রাশেদুল হক চৌধুরী, কচুয়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান, ওসি (তদন্ত) মোঃ
হারুনুর অর-রশিদসহ সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।