প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, নেতাকর্মী, বিভিন্ন সংগঠন ও মতলব উত্তর-মতলব দক্ষিণ আসনের সর্বস্তরের মানুষের ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি।
শনিবার (২০ জানুয়ারি) সকাল থেকে এমপি’র নিজ বাসা মতলব উত্তরের মোহনপুরে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো মানুষ ফুল ও নৌকা দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ দলীয় নবনির্বাচিত এই সংসদ সদস্যকে।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. আহসান কবির, জয়ন্ত পাল, উপ-প্রধান সম্প্র্রসারণ কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, মতলব উত্তর উপজেলা প্রকৌশলী মনির হোসেন খান, উপ-বিভাগীয় প্রকৌশলী সুভ সরকার, ওয়াহিদুর রহমান ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী তন্ময়’সহ অগণিত নেতা-কর্মীরা তাকে এ সময় নৌকা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতাকর্মীসহ হাজারো জনতা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। ফুুলেল শুভেচ্ছা বিনিময় শেষে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, যেখানেই যাচ্ছি মানুষের ভালবাসা দেখে আমি অভিভূত হচ্ছি। চাঁদপুর-২ আসনের মানুষ আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন। বিজয়ী করে ফুলেল শুভেচ্ছা দিয়ে সিক্ত করায় আমি গর্বিত। আমার ব্যক্তিগত ও উপজেলা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এসময় আ’লীগের আইন উপ-কমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি উপস্থিত ছিলেন।