চাঁদপুরের কচুয়ায় গ্রাম পুলিশ ও স্থানীয় পাহারাদের সহযোগিতায় কুখ্যাত ডাকাত মহসিন (৩৭)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ দুটি অটো রিক্সা উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোর রাতে মতলব দক্ষিণ থেকে ২ টি অটো চুরি করে পালানোর সময় বিতারা ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর রাত্রীকালীন গ্রাম পাহারা দলের সদস্যদের সহায়তায় কচুয়া থানা পুলিশ নিন্দপুর গ্রামের চৌরাস্তায় চেকপয়েন্ট হতে দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মৃত ছামিল হোসেনের ছেলে কুখ্যাত ডাকাত মহসিন(৩৭) কে গ্রেপ্তার করে।
এসময় ২ টি চোরাই ও দুটি অটোরিক্সা উদ্ধার করে।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান,ধৃত ডাকাত মহসিনের বিরুদ্ধে দাউদকান্দি, মতলব(উত্তর) এবং চুরি ছিনতাই সহ কচুয়া থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। নিয়মিত মামলা রুজু করে আসামীকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন,
আমি কচুয়া থানা যোগদানের পর কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থাপনায় গ্রাম পুলিশ ও গ্রামবাসী যৌথভাবে চুরি-ডাকাতি প্রতিরোধে গ্রামে গ্রামে নৈশকালীন পাহারা দেয়ার উপর জোরদার করি। এতে চুরি-ডাকাতি সহ নানা সংঘবদ্ধ অপরাধ বহুলাংশে নিয়ন্ত্রণে আসে। ওসি জানান, এ প্রক্রিয় পুরো শীতকাল জুড়ে অব্যাহত থাকবে।