হাজীগঞ্জে স্ত্রীর পরকীয়ার জেরে খুন হওয়া সেই এমরান বাশারে শোকে তার মা শাহানারা বেগম (৬০) মৃত্যুবরণ করেছে ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৩ জানুয়ারি (মঙ্গলবার) রাতে ফরিদগঞ্জ উপজেলার পৃর্ব সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবুল বাশারের স্ত্রী ও নিহত
গত বছরের অক্টোবরে স্ত্রীর পরকীয়ার জেরে নির্মমভাবে খুনের শিকার হওয়া সৌদি প্রবাসী এমরান বাশারের মৃত্যুতে ভেঙে পড়েন তার মা। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে একপ্রকার খাওয়া-দাওয়া বন্ধ করে দেন তিনি। এরপরই তার দেখা দেয় শারীরিক নানা জটিলতা বলে জানিয়েছেন তার ছেলে আব্দুল কাইয়ুম।
তিনি বলেন, আমার ভাইকে কি নির্মমভাবে হ-ত্যা করা হয়েছে। আপনারা সবাই জানেন। আমার মা এই শোক সইতে না পেরে গত কয়েক মাস ধরে অসুস্থ হয়ে পড়েছে। গতকাল রাতে তিনি স্টক করে মৃত্যুবরণ করেন। আমি সবার কাছে আমার মায়ের জন্য আমার ভাইয়ের জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমার মাকেও আমার ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, আমিন।
উল্লেখ যে, গত বছর ৮ অক্টোবর হাজীগঞ্জ পৌরসভাধীন ৫ নং ওয়ার্ড এবং হাজীগঞ্জ বাজারস্থ আমেনা ম্যানশনের ৩য় তলার নিজ ভাড়া বাসায় খুনের শিকার হন সৌদি প্রবাসী এমরান বাশার। তাৎক্ষনিক পুলিশ নিহতের লাশ উদ্ধারসহ তার স্ত্রী ফারজানা আক্তারকে আটক করেন। পরবর্তীতে ঘটনার পরের দিন ৯ অক্টোবর নিহতের বোন রিনা আক্তার বাদী হয়ে চারজনকে আসামি করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং-৯) দায়ের করেন।
খুনের ঘটনায় জড়িত আসামী আশেক এলাহী বাবুকে গত বছর ১১ অক্টোবর বুধবার রাতে যশোর জেলার অভয় নগর থানার নোয়াপাড়া এলাকা হতে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-৬ এর সহযোগিতায় মামলার তদন্ত কর্মকর্তা ও মো. আব্দুর রহমান গ্রেফতার করতে সক্ষম হয় এবং প্রেমিকা ফারজানা আক্তারকে ঘটনার পর পরই হাজীগঞ্জ থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পরে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।