মতলব উত্তর-মতলব দক্ষিণ আসনের সর্বস্তরের মানুষের ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি।
শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এমপি’র নিজ বাসভবন মোহনপুরে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো মানুষ ফুল ও নৌকা দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ দলীয় নবনির্বাচিত এই সংসদ সদস্যকে।
এসময় আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি উপস্থিত ছিলেন।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাফিজ তপাদার, বীর মুক্তিযোদ্ধা হাশেম তপাদার, বদু তপাদার’সহ অগণিত নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, যেখানেই যাচ্ছি মানুষের ভালবাসা দেখে আমি অভিভূত হচ্ছি। চাঁদপুর-২ আসনের মানুষ আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন। বিজয়ী করে ফুলেল শুভেচ্ছা দিয়ে সিক্ত করায় আমি গর্বিত। আমার ব্যক্তিগত ও উপজেলা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ।