হাজীগঞ্জে অনুষ্ঠিত ৪৫ তম বিজ্ঞান মেলার জুনিয়র গ্রুপের প্রত্যেক বিভাগে প্রথম স্থানের স্বীকৃতি অর্জন করে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা তিনটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবকটিতে প্রথম স্থান অর্জন করে ।
এদিন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৪ উপলক্ষ্যে ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মেলায় জুনিয়র গ্রুপে বিজ্ঞান প্রজেক্ট, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় এবং হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করে সবকটিতেই প্রথম স্থানের স্বীকৃতি অর্জন করে।
মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদরাসা) শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেলা শেষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলসহ অন্যান্য অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন, বিজয়ী শিক্ষার্থীরা।