হাজীগঞ্জে ভবিষ্যত অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা ও বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে আলোচনা করেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর. অব রফিকুল ইসলাম বীরউত্তম।
সভায় তিনি কৃষি জমি রক্ষা, খাল পুনরুদ্ধার ও খাল খনন, কাঁচা (মাটি) রাস্তা পাকাকরণ, অসহায় ও দরিদ্রদের উপকারে জনমুখী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম রোধসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করেন এবং এসব বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসেন।
বক্তব্য দেন, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মামুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ইউসুফ প্রধানীয়া সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগ নেতা মুন্সী মোহাম্মদ মনির, সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ, সাইফুল ইসলাম সিফাত, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান লিটন, হান্নান পাটওয়ারী প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।