Header Border

ঢাকা, রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
শাহরাস্তিতে মরহুম আরাফাত রহমান কোকো” স্মৃতি স্মরণে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ মতলব উত্তরে ৩য় ধাপে একযোগে ৪৭টি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের গণমিছিল দেলু জেসমিন ও মুক্তুলের চলছে দেহ ও মাদক ব্যবসা ॥ যুব সমাজ ধ্বংসের মুখে হাজীগঞ্জে কিশোরদের হামলায় আহত স্বেচ্ছাসেবক নেতা বিল্লাল হোসেন ফরিদগঞ্জে উগ্র সাদপন্থীদের নৃশংস হামলার প্রতিবাদে  গণজমায়েত ও স্মারক লিপি পেশ করেন উলামা পরিষদ  হাজীগঞ্জে হাসান মিয়াজীর সাথে বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি সহ ৪ জন গ্রেফতার ডেমরা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে কমিটি পুনর্গঠনের লক্ষ্যে গণমিছিল বিএনপি নেতা আলহাজ্ব বশির সরকারের উদ্যোগে মতলব শীতবস্ত্র বিতরণ

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গ্রিল কেটে ২ লাখ টাকা চুরি

হাজীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জানালার গ্রিল কেটে নগদ ২ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের কোন এক সময়ে পৌরসভাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, সোমবার বিকালে হাসপাতালের অফিস কক্ষগুলোতে তালা দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা চলে যান। পরের দিন (মঙ্গলবার) সকালে অফিসে ফিরে এসে তিনটি রুমের তালা খুলে দেখেন ভিতরের সবকিছু এলোমেলো আলমারি ভাঙ্গা এবং আলমারির ভিতরে রাখা দুই লাখ টাকা নেই।
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, এক যুবক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষের ভিতরে প্রবেশ করে স্টীলের আলমারি খুলেন এবং ভিতরের জিনিসপত্র দেখে আবার বের হয়ে পড়েন। এছাড়াও অপর দুইটি কক্ষের ভিতরে প্রবেশ করে। এর মধ্যে অফিস সহকারীর আলমারি থেকে ২ লাখ টাকা নিয়ে যায়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ সংগ্রহ করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. গোলাম মাওলা নঈম জানান, অফিসে হাসপাতালের কোন টাকা ছিলনা। তবে একজন কর্মকর্তার ব্যক্তিগত প্রায় ২ লাখ টাকা খোয়া গেছে। খোয়া যাওয়া টাকা ওই কর্মকর্তার পরিবারের এক সদস্যের চিকিৎসার জন্য রাখা হয়েছিল। জানতে পেরেছি, তাঁর পরিবারের ওই সদস্য ক্যান্সারে আক্রান্ত। তিনি সহকর্মীদের কাছ থকে ধার করে এই টাকা সংগ্রহ করে অফিসে রেখেছিলেন।
চুরির ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, আমি ছুটিতে আছি। সকালে চুরির খবর পেয়ে ঢাকা থেকে হাজীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি এসে দেখবো প্রয়োজনীয় কোন কাগজপত্র খোয়া গেছে কিনা। তারপর বিস্তারিত বলতো পারবো।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভির ফুটেজসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে চোরকে চিহিৃত এবং তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন  চাঁদপুর-৪ ফরিদগঞ্জে নৌকা প্রতীকসহ মনোনয়ন ফরম জমা দিলেন ৫ জন প্রার্থী 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তিতে মরহুম আরাফাত রহমান কোকো” স্মৃতি স্মরণে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
মতলব উত্তরে ৩য় ধাপে একযোগে ৪৭টি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের গণমিছিল
দেলু জেসমিন ও মুক্তুলের চলছে দেহ ও মাদক ব্যবসা ॥ যুব সমাজ ধ্বংসের মুখে
হাজীগঞ্জে কিশোরদের হামলায় আহত স্বেচ্ছাসেবক নেতা বিল্লাল হোসেন
ফরিদগঞ্জে উগ্র সাদপন্থীদের নৃশংস হামলার প্রতিবাদে  গণজমায়েত ও স্মারক লিপি পেশ করেন উলামা পরিষদ 
হাজীগঞ্জে হাসান মিয়াজীর সাথে বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

আরও খবর

error: Content is protected !!