মতলব উত্তরের নীল নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা ছোবহান সরকার সুভা।
প্রধান অতিথি ছোবহান সরকার সুভা সকল পরীক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করেন। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব পরীক্ষায় ভালো রেজাল্টের আশা করছি। পরীক্ষার্থীরা ধারবাহিক সাফল্য অর্জন করে বিদ্যালয়কে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরো বলেন, শিক্ষা অমূল্য সম্পদ। একটি জাতির বিকাশ ও উন্নয়নের জন্য শিক্ষার ভূূমিকা অপরিহার্য। বর্তমানে পৃথিবীর সামগ্রিক উন্নতির একমাত্র অবলম্বন হচ্ছে শিক্ষা। তাই শিক্ষার কোনো বিকল্প নেই। জাতির জনক বঙ্গববন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ শিক্ষা বিস্তারে ছাত্র-ছাত্রীদের ব্যাপক সুযোগ-সুবিধা প্রদান করছেন। তোমরা প্রধানমন্ত্রীর দেওয়া এ সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। একজন মানুষ হিসেবে এটাই তোমাদের কাছে প্রত্যাশা করছি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল মিয়া।
নীল নগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মোস্তফা কামাল, জায়েদ হোসেন প্রমুখ। এসময় শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।