হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়নের প্যারাপুর প্রত্যাশা আদর্শ কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, তাদের সফলতা কামনায় দোয়া, বার্ষিক মিলাদ-মাহফিল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
প্রত্যাশা আদর্শ কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ও প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. মোস্তফা কামাল পাটওয়ারী সভাপতিত্বে শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন প্রধানীয়া।
এর আগে তিনি প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিদ্যালয়ের দাতা সদস্য ও মাল্টিলিংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. এরশাদ উল্যাহ্, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. এস.এম মানিক, বিশিষ্ট ব্যবসায়ী মো. হানিফ মল্লিক, জেলা কিন্ডারগার্টেন এসেসিয়েশনের সাধারণ সম্পাদক এসবি সবুজ ভদ্র, আবুল কালাম আজাদ, দাতা সদস্য মো. মোস্তফা কামাল পাটওয়ারী, আলহাজ্ব মো. জসিম উদ্দিন ও মিজানুর রহমান সর্দার।
সিনিয়র শিক্ষক মাও. মো. মাইন উদ্দিন মিয়াজীর উপস্থাপনায় আরও বক্তব্য দেন, এলাকাবাসীর পক্ষে গিয়াস উদ্দিন পাটওয়ারী, বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে কোহিনুর আক্তার, অধ্যয়নরত পক্ষে নুসরাত আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী ফারহানা আক্তার ও গীতা থেকে পাঠ করেন নীলিমা দেবনাথ। এরপর বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন রাজিয়া মার্জিয়া, অধ্যয়নরতদের পক্ষে নীলিমা দেবনাথ।
অনুষ্ঠানের প্রথম পর্বে এদিন সকালে শিক্ষার্থীদের সফলতা কামনা এবং বার্ষিক মিলাদ-মাহফিল পরিচালনা করেন, রামপুর পূর্ব বাজার জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. আব্দুল গাফফার।