চাঁদপুরের হাজীগঞ্জে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বিষপান করেছে এক গৃহবধূ।
এতে ওই নারীর মৃত্যু হয়েছে। দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে,পারিবারিক কলোহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৭)। তিনি উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকার বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী কাউসারের স্ত্রী। তার দুই মেয়ে তাবাচ্ছুম (৬) এবং ফাতেমা (৪) চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,হাসপাতালে আনার আগেই তানিয়া নামের ওই নারীর মৃত্যু হয়েছে। তাবাচ্ছুম ও ফাতেহা দুই শিশু এখনো চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। কিন্তু তারা এখনও শঙ্কামুক্ত নয়।
মৃত তানিয়ার স্বজন আছমা বেগম বলেন, তানিয়ার স্বামী কাউছার মালেশিয়া প্রবাসী। প্রায় বছরখানেক পূর্বে কাউসার বিদেশে পাড়ি জমায়। আর এই সময়ে তাদের দূরত্ব পারিবারিক কলোহের সৃষ্টি হয়। এর জেরে এ কাণ্ড ঘটায় তানিয়া।