নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত দানিয়াল ওরফে আলআমিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি অনিক প্রধানকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-১১-এর সদস্যরা৷ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে বুধবার র্যাব-১১ লালমনিরহাট জেলার জেলার সদর থানাধীন ড্রাইভারপাড়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৩-এর সহায়তা নিয়ে দানিয়াল হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি অনিক প্রধানকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ ও র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি যৌথ আভিযানিক দল বুধবার (২১ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলার সদর থানাধীন ড্রাইভারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর দানিয়াল হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি অনিক প্রধানকে (২৮) গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ ও এজাহার পর্যালোচনায় জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রয়ে বাধা প্রদানকে কেন্দ্র করে আসামিরা দানিয়াল ও শুভকে (২৭) নারায়ণগঞ্জের চাষাড়া বালুর মাঠ এলাকায় আক্রমণ করে মারধর করলে আশপাশের লোকজন এগিয়ে যায়। এ সময় আসামিরা তাদেরকে রেখে চলে যায়। পরবর্তীতে রাত আনুমানিক পৌঁনে ১২টার দিকে এই দুজন আহত অবস্থায় ফতুল্লা থানার মাসদাইর বাড়ৈভোগ ফারিয়া গার্মেন্টস-সংলগ্ন খানকার মোড়ে পৌঁছালে আসামিগণ পুনরায় হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র চাপাতি, রামদা, ছোরা, চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে এবং আসামিরা পালিয়ে যায়। মারাত্মক আহত ও আশঙ্কাজনক অবস্থায় দানিয়াল ও শুভকে তাদের আত্মীয়-স্বজনরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়) নিলে কর্তব্যরত চিকিৎসক দানিয়ালকে মৃত ঘোষণা করে। শুভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। হত্যাকাণ্ডের এক দিন পর নিহতের মা মুক্তা বেগম ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত দানিয়াল ওরফে আলআমিন ফতুল্লার মাসদাইর এলাকায় দেলোয়ার মিয়ার ছেলে। আর আহত শুভ একই এলাকার শাহজালালের ছেলে। তাদের মধ্যে নিহত দানিয়াল অটোরিকশা গ্যারেজের ব্যবসায়ী ছিলেন আর শুভ একটি কারখানার মেশিন অপারেটর।
হত্যাকাণ্ডের পরপর পুলিশ গ্রেফতার অনিকের নানা ও মামলার প্রধান আসামি রমু ওরফে সোর্স রমুকে গ্রেফতার করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া বলেন ‘গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’