বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ঘটে। রাস্তা-ঘাট, বিদু্যুৎ, স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়ন ঘটে। বর্তমান সরকারের মতো অতীতের কোন সরকার এতো উন্নয়ন করতে পারেনি। বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে রেকর্ড সৃষ্টি করেছেন। মতলব উত্তর উপজেলায় সকল রাস্তা-ঘাটের উন্নয়ন করা হয়েছে। উন্নয়ন হতে আর তেমন কোন রাস্তা অবশিষ্ঠ আর থাকছে না।
গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে মতলব উত্তর উপজেলার মোহনপুরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন এবং নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে। একই সঙ্গে বাংলাদেশ আজ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে বেশি উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। সারা দেশের ন্যায় আমার নির্বাচনী এলাকার সকল উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।
এসময় ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জজ, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ গাজী মুক্তার হোসেন, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য আহসান উল্ল্যাহ হাসান, শাহ আলম সিদ্দিকী, ফরাজীকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ, বাগানবাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি নান্নু মিয়া, জহিরাবাদ ইউপির চেয়ারম্যান সেলিম রেজা, কলাকান্দা ইউনিয়ন আ’লীগের সভাপতি মুজিবুর রহমান, এখলাছপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মানিক দর্জি, আ’লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী, আ’লীগ নেতা অ্যাড. সেলিম মিয়া, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, উপজেলা আ’লীগের সদস্য রাধে শ্যাম সাহ চান্দু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, আ’লীগ নেতা হাসান মুর্শেদ চৌধুরী আহার’সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।