কালবৈশাখী ঝড়ের তান্ডবে চাঁদপুরের কচুয়ায় ভুট্টা চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
রবিবার সন্ধায় হঠাৎ উপজেলার ছয়টি ইউনিয়নের উপর দিয়ে বইয়ে যায় কালবৈশাখী ঝড় ।
কালবৈশাখীর ঝড়-তুফানের তান্ডবে সাচার,পাথৈর,বিতারা,পালাখাল,পশ্চিমসহদেবপুর ইউনিয়নের ভুট্টা চাষীদের স্বপ্ন ভেঙ্গে ভুট্টা ক্ষেতের সকল ভুট্টা গাছ নষ্ট হয়ে যায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর কচুয়া উপজেলায় ১ হাজার ২শত ৩০ হেক্টের জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ঝড়ে ছয়টি ইউনিয়নে ২শত ৪০ হেক্টের জমির ভুট্টা ক্ষতি হয়েছে।
অনুকুল আবহাওয়া,কম খরচে অধিক ফলন,অন্য ফসলের চেয়ে পরিচর্যা খরচ ও রোগবালাই কম হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কচুয়া উপজেলা কৃষকদের।
বিতারা ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের ভুট্টা চাষী সাগর জানান, আমি এনজিও সংস্থা থেকে ঋন নিয়ে লাভের আশায় ৪২ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছি,রবিবার ইফতারের পরে হঠাৎ ঝড়-তুফানের তান্ডবে আমার পুরো ক্ষেতের ভুট্টা মাটির সাথে মিশিয়ে দেয়।
সোমবার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন জানান, কচুয়া উপজেলায় ১ হাজার ২শত ৩০ হেক্টের জমিতে ভুট্টা চাষ হয়েছে। এর মধ্যে কয়েকটি ইউনিয়নে আবহাওয়া জনিত কারনে ঝড়-তুফানের তান্ডবে ২শত ৪০ হেক্টের জমির ভুট্টা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের কৃষকদের তালিকা করে আউশ প্রনোদনার মাধ্যমে সহযোগীতা দেওয়া হবে।