মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার(২৬ মার্চ) বিকালে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও সহযোগী অঙ্গসংগনের উদ্যোগে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে আলোচনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার হাজীগঞ্জ-শাহরাস্তি থেকে পঞ্চমবার নির্বাচিত সংসদ সদস্য মেজর(অব.)রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
সভাপতিত্ব করেন,জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য খালেদুর রব মিঠু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী সেলিম, অধ্যাপক সেলিম,উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাজী জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন,উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন সোহেল।
অনুষ্ঠানে আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন,থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত সহ অন্যান্যরা।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কালের সাক্ষী হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুুফতি আব্দুর রউফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, ১২টি ইউনিয়ন,পৌর আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা।