২০২৩-২৪ অর্থবছরের খরিপ-১ মৌসুমের পূর্নবাসন ও কৃষি
প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁদপুরের কচুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক
কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করেন- স্থানীয় সংসদ সদস্য
ড. সেলিম মাহমুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী
কর্মকর্তা এহসান মুরাদ। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি
কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন।
কৃষি বিভাগের সূত্রে জানা যায়, ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে
৩হাজার ৪শত ৫০জন প্রান্তিক কৃষক প্রণোদনা পাচ্ছেন। প্রত্যেককে ৫
কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেওয়া
হবে। এছাড়া ১শত জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ দেওয়া হবে।
এসময় বিভিন্ন ব্লকের উপ-সহকারি কর্মকর্তা,কৃষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।