কৃষি পুর্নবাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ হাজার ৪শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি ।
এসময় সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানকামী ও মানবিক উদ্যোগের কারণে কৃষকসহ সকল স্তরের মানুষ স্বস্তিতে আছে। এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্যে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন।
এছাড়াও একইদিনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে ৪৬ বান্ডিল ঢেউটিন ও ২ লাখ ৮ হাজার টাকার চেক বিতরণ করেন সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ এমপি ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ,সহকারী কমিশানর ভূমি বাপ্পী দত্ত রণি,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।