ফরিদগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরস্থ বাসস্ট্যান্ডে আরাফাত কমিউনিটি সেন্টারে শনিবার (২৭ এপ্রিল) বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শাইখুল হাদীস আল্লামা মকবুল হোসাইন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান ফ্যাসীবাদ সরকারের শাসনামলে দেশে ক্রমশ রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। জনগণ তাদের বাক-স্বাধীনতা হারিয়েছে। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের। সর্বসাকুল্যে, জনগণ সময়ের সর্বনিকৃষ্ট মূহুর্ত পার করছে। বহির্বিশ্ব (ফিনল্যান্ড) থেকে ধার করা শিক্ষাব্যবস্থা বাঙালি জাতি ও ছাত্রসমাজের কল্যাণ বয়ে আনতে পারে না। বরং দেশে দীনদার বুদ্ধিজীবিদের সার্বিক তত্ত¡াবধান ও পরামর্শক্রমে ধর্মভিত্তিক যুগোপযোগী শিক্ষানীতিই অধিক কার্যকরী ভূমিকা রাখবে। তাছাড়াও একদিকে অকার্যকরী, নৈতিকতা বিবর্জিত ব্যর্থ শিক্ষাব্যবস্থা এবং অন্যদিকে ক্ষমতাসীন সরকারের ছাত্রসংগঠনের সন্ত্রাসী কর্মকাÐ শিক্ষার পরিবেশকে বিনষ্ট করছে। তাই ক্যাম্পাসগুলোতে শিক্ষার যথাযথ পরিবেশ নিশ্চিত করতে হবে।
ইসলামী ছাত্র আন্দোলনের ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রিদওয়ানুল কারীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলামের স ালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ রাকিব হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু মুসা, প্রকাশক ও দপ্তর সম্পাদক আব্দুল মোতালেব চৌধুরী প্রমুখ।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা হাফেজ দেলোয়ার হোসাইন, শ্রমিক আন্দোলন সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান রাজু, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ নূরুল্লাহ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি মাওলানা ওমর ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও প্রতিষ্ঠান থেকে আগত দায়িত্বশীলবৃন্দ।