তীব্র তাপদাহে চাঁদপুরের কচুয়ায় অসুস্থ হয়ে পড়ছেন কাদলা
ইউনিয়নের চৌমুহনী ডিএস আলিম মাদ্রাসার এক সহকারি- শিক্ষিকা
সনিয়া আক্তার (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন চৌমুহনী ডিএস
আলিম মাদ্রাসাা অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান।
সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় মাদ্রাসার অফিস কক্ষ থেকে বের
হয়ে শ্রেণি কক্ষে যাবার সময় মাথা ঘুরে করি ডোরে পড়ে যায় সনিয়া
আক্তার। পরক্ষনে অন্যান্য শিক্ষকগন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রæত কচুয়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রাকিবুল ইসলাম বলেন, প্রচন্ড
তাপদাহে শিক্ষিকার ডিহাইড্রেশন হয়েছে। কচুয়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।