দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী ২১মে উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে হাজী মো. জসিম উদ্দিনের দোয়াতকলম মার্কার সমর্থনে আওয়ামী পরিবারের সর্বকালের স্মরণীয় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৮ মে বুধবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজার আনন্দ প্যালেসে উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন।
হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা মুন্সী মোহাম্মদ মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিযোগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন। নেতাকর্মীদের উপস্থিতিতে প্রধান অতিথি গাজী মাঈনুদ্দিন বলেন, আজ নৌকা ও ঈগল প্রতীকের কর্মী সমর্থকরা এক হয়ে হাজী জসিমের দোয়াতকলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির চাওয়া আওয়ামী লীগকে এক করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করা। সেই লক্ষ্যে আমরা সবাই আজ একত্রিত হয়েছি এবং আগামি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দোয়াত কলম মার্কাকে বিজয় করবো। আমরা আজ আওয়ামী পরিবার এক হতে পেরেছি সে জন্য আমি চাই বিপুল ভোটে হাজী মো. জসিম উদ্দিনকে বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানাই।
দোয়াতকলম মার্কার প্রার্থী হাজী মো. জসিম উদ্দিন বলেন, আজকে আমরা যে ঐক্যের ইতিহাস সৃষ্টি করতে পেরেছি তা ধরে রাখতে হবে। আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ এ কারনে যে আপনারা গ্রাম থেকে উঠে আসা একজনকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে সুযোগ দিয়েছেন। আমি আপনাদের কাছে যত দিন বেঁচে থাকি এ সন্মান রক্ষা করে একত্রে কাজ করে যাবো। আমাদের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের উন্নয়নের সাথে এক করে আগামি দিনে আপনাদের সেবা করার লক্ষে দোয়াতকলম মার্কায় ভোট চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য খালেদ এর রব মিঠু, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয় সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিম মিয়া, জাকির হোসেন মিয়াজি, সাবেক উপজেলা কমান্ডার আবু তাহের, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফেরদৌসী বেগম, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাজী, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী, কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেন প্রধানীয়া, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন উন্নয়ন কমিটির আহ্বায়ক এস এম মানিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, বড়কূল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোভিদ হোসেন মিহাজ উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, বড়কূল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন গাজী, সাধারণ সম্পাদক আবুল হাসেম, হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জলিলুর রহমান মির্জা দুলাল, গন্তব্যপুর উত্তর ইউনিয়ন উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল, দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের।
এ সময় উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ন আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা পরিষদের বিনা প্রতিদ্বন্ধিতা নির্বাচিত ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ সকল ইউনিয়ন আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের তৃনমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।