আসন্ন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান মজুমদার (রানা) প্রতীক পাওয়ার পর থেকে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে যাচ্ছেন। গতকাল শুক্রবার তিনি রাজারগাঁও ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে আবু সুফিয়ান মজুমদার (রানা) রাজারগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরেভোটারসহ সর্বস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনী প্রতীক ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় তাঁর কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামি ২১ মে ৬ষ্ঠ হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে শাহরাস্তি ও চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
হাজীগঞ্জের ২ লাখ ৮৬ হাজার ৪৮৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৮৪১ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৭ হাজার ৬৪৬ জন। নির্বাচনে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ৮৮টি কেন্দ্রে ৭২০টি বুথে ভোটগ্রহণ করা হবে।