Header Border

ঢাকা, রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
শিরোনাম
পাইকপাড়ায় যুবলীগ-ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের কর্মীদের উপর হামলা  হাজীগঞ্জের লাল-সবুজ স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন হাজীগঞ্জে পানিবন্দী মানুষের মাঝে মৎস্যজীবি দলের ত্রাণ সামগ্রী বিতরণ শিষ্ট ব্যবসায়ী আঃ মান্নান পাটোয়ারীর শাহরাস্তি প্রেসক্লাবের সম্মাননা স্মারক গ্রহণ প্রধান উপদেষ্টার একান্ত সচিব- ২ হলেন মতলব উত্তরের সজীব নবপ্রত্যয় যুব সংঘ”এর উদ্যোগে বন্যাকবলিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ বাস আটকে ৬৫ ভরি সোনা ছিনতাই, নেতৃত্বে যুবদল নেতা! চাঁদপুরে জাল সনদে সহকারী গ্রন্থাগারিক নিয়োগ পান যুবলীগ নেতা কাউসার শাহরাস্তিতে আঃ মান্নান পাটোয়ারী এন্ভ সন্স ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত শাহরাস্তিতে ফখরুল আলম পাটোয়ারীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

হাজীগঞ্জে এসএসসি পরীক্ষায় পাশের হার ৯১.৬৩ শতাংশ, সেরা সরকারি পাইলট ও পাইলট বালিকা

চলতি বছর হাজীগঞ্জে এসএসসি পরীক্ষায় ৩৪১৭ জন অংশগ্রহণ করে পাশ করেছে ৩১৩১ জন। পাশের হার ৯১.৬৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০১ জন, এ গ্রেড ১০৭৭ জন, এ মাইনাস ৫৮৮ জন, বি গ্রেড ৫৯৯ জন, সি গ্রেড ৪৮৪ জন ও ডি গ্রেড ২২ জন এবং অকৃতকার্য হয়েছে ২৮৬ জন।
রোববার (১২ মে) প্রকাশিত ফলাফল অনুযায়ী উপজেলার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি এবং উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছে। এর মধ্যে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়, মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, মৈশাইদ পল্লী মঙ্গল এজি উচ্চ বিদ্যালয় ও আলবান্না বালিকা উচ্চ বিদ্যালয়।
এ বছর উপজেলায় জিপিএ-৫ এর দিক থেকে সেরা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৩২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৩১১ জন। পাশের হার ৯৬.৫৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন, এ গ্রেড ১৩০ জন, এ মাইনাস ৩২ জন, বি গ্রেড ৪১ জন ও সি গ্রেড ১৯ জন এবং অকৃতকার্য হয়েছে ১১ জন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ২০১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছে। পাশকরা শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮১ জন, এ গ্রেড ৮০ জন, এ মাইনাস ২৯ জন ও বি গ্রেড ১১ জন।
তৃতীয় অবস্থানে বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ১৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১৪৬ জন। পাশের হার ৯২.৪১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন, এ গ্রেড ৪৭ জন, এ মাইনাস ৩৭ জন, বি গ্রেড ২৪ জন ও সি গ্রেড ১৪ জন এবং অকৃতকার্য হয়েছে ১২ জন।
চতুর্থ অবস্থানে রয়েছে বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৮৬ জন। পাশের হার ৯৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন, এ গ্রেড ২৩ জন, এ মাইনাস ১৯ জন, বি গ্রেড ১১ জন ও সি গ্রেড ১৪ জন এবং অকৃতকার্য হয়েছে ৬ জন।

শতভাগ পাশ করা অপর প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপি- ৫ পেয়েছে ১৩ জন, গ্রেড ৪২ জন, এ মাইনাস ২৪ জন, বি গ্রেড ১২ জন ও সি গ্রেড ২ জন।
মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে এ গ্রেড পেয়েছে ৭ জন, এ মাইনাস ৫ জন, বি গ্রেড ৮ জন, সি গ্রেড ৫ জন ও ডি গ্রেড ১ জন।

মৈশাইদ পল্লী মঙ্গল এজি উচ্চ বিদ্যালয় থেকে ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে এ গ্রেড পেয়েছে ৯ জন, এ মাইনাস ৬ জন, বি গ্রেড ৯ জন ও সি গ্রেড ৬ জন।
আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয় থেকে থেকে ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে এ গ্রেড পেয়েছে ১৭ জন, এ মাইনাস ১০ জন, বি গ্রেড ৩ জন ও সি গ্রেড ৫ জন।

আরো পড়ুন  দৈনিক শপথ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
এছাড়াও পিরোজপুর উচ্চ বিদ্যালয় থেকে ৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৮৬ জন। পাশের হার ৯৬.৬৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন, এ গ্রেড ১৯ জন, এ মাইনাস ২৯ জন, বি গ্রেড ১৮ জন, সি গ্রেড ১১ জন ও ডি গ্রেড পেয়েছেন ১ এবং অকৃতকার্য হয়েছে ৩ জন।

রাজারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ১১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১১০ জন। পাশের হার ৯২.৪৪ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন, এ গ্রেড ২৯ জন, এ মাইনাস ২৮ জন, বি গ্রেড ২২ জন ও সি গ্রেড ৩৫ জন এবং অকৃতকার্য হয়েছে ৯ জন।

বাকিলা উচ্চ বিদ্যালয় থেকে ১৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১২৪ জন। পাশের হার ৯৫.৩৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন, এ গ্রেড ৩৩ জন, এ মাইনাস ২৮ জন, বি গ্রেড ৩১ জন ও সি গ্রেড ১৫ জন এবং অকৃতকার্য হয়েছে ৬ জন।

পালিশারা উচ্চ বিদ্যালয় থেকে ১৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১১২ জন। পাশের হার ৮৩.৫৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ জন, এ গ্রেড ৩৮ জন, এ মাইনাস ১৫ জন, বি গ্রেড ২০ জন, সি গ্রেড ৩১ জন ও ডি গ্রেড ১ এবং অকৃতকার্য হয়েছে ২২ জন।

রান্ধুনিমূড়া উচ্চ বিদ্যালয় থেকে ১২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৯৮ জন। পাশের হার ৭৮.৪০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ২৫ জন, এ মাইনাস ১৬ জন, বি গ্রেড ১৯ জন, সি গ্রেড ৩৪ জন ও ডি গ্রেড ২ জন এবং অকৃতকার্য হয়েছে ২৭ জন।

রামচন্দ্রপুর ভুঞা একাডেমি থেকে ৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৮০ জন। পাশের হার ৯৫.২৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮ জন, এ গ্রেড ৩১ জন, এ মাইনাস ১২ জন, বি গ্রেড ১৪ জন ও সি গ্রেড ৪ জন এবং অকৃতকার্য হয়েছে ৪ জন।

সুহিলপুর উচ্চ বিদ্যালয় থেকে ১১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১১০ জন। পাশের হার ৯৬.৫২ শতাংশ। এর মধ্যে এ গ্রেড ৯ জন, এ মাইনাস ৫ জন, বি গ্রেড ৩ জন ও সি গ্রেড ৮ জন এবং অকৃতকার্য হয়েছে ৫ জন।

সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ২৫ জন। পাশের হার ৭৫.৭৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮ জন, এ গ্রেড ৩১ জন, এ মাইনাস ১২ জন, বি গ্রেড ১৪ জন ও সি গ্রেড ৪ জন এবং অকৃতকার্য হয়েছে ৮ জন।

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ১৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১৪৫ জন। পাশের হার ৮৮.৯৬ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন, এ গ্রেড ৪৭ জন, এ মাইনাস ২০ জন, বি গ্রেড ৩৫ জন, সি গ্রেড ১৯ জন ও ডি গ্রেড ৮ জন এবং অকৃতকার্য হয়েছে ১৮ জন।

আরো পড়ুন  শাহরাস্তিতে দু'টি হাসপাতাল ও দু'টি ডায়াগনেস্টিক সেন্টার সিলগালা | Rknews71
বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১৬ জন। পাশের হার ৮৮.৮৯ শতাংশ। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ৪ জন, এ মাইনাস ৪ জন, বি গ্রেড ৩ জন ও সি গ্রেড ৫ জন এবং অকৃতকার্য হয়েছে ২ জন।

নাসিরকোট উচ্চ বিদ্যালয় থেকে ১১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১০১ জন। পাশের হার ৯১.৮২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন, এ গ্রেড ৪৫ জন, এ মাইনাস ১১ জন, বি গ্রেড ২০ জন ও সি গ্রেড ২১ জন এবং অকৃতকার্য হয়েছে ৯ জন।

বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৩৮ জন। পাশের হার ৯৭.৪৪ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন, এ গ্রেড ১৮ জন, এ মাইনাস ৭ জন, বি গ্রেড ৬ জন ও সি গ্রেড ৩ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন।

রামপুর উচ্চ বিদ্যালয় থেকে ২৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ২১৪ জন। পাশের হার ৯১.৮৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন, এ গ্রেড ৮৪ জন, এ মাইনাস ৩০ জন, বি গ্রেড ৪৮ জন, সি গ্রেড ৩৫ জন ও ডি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ১৯ জন।

জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১০৫ জন। পাশের হার ৯২.১১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ জন, এ গ্রেড ৪২ জন, এ মাইনাস ১৭ জন, বি গ্রেড ২৩ জন, সি গ্রেড ১০ জন ও ডি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ৯ জন।

মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১৩৩ জন। পাশের হার ৯৩.৬৬ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, এ গ্রেড ৫৩ জন, এ মাইনাস ১৭ জন, বি গ্রেড ২১ জন ও সি গ্রেড ৩৯ জন এবং অকৃতকার্য হয়েছে ৯ জন।

টংগীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৬৩ জন। পাশের হার ৭২.৪ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ১৪ জন, এ মাইনাস ১৬ জন, বি গ্রেড ১৮ জন ও সি গ্রেড ১৩ জন এবং অকৃতকার্য হয়েছে ২৪ জন।

শ্রীপুর উচ্চ বিদ্যালয় থেকে ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৪৯ জন। পাশের হার ৮৩.০৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড ১০ জন, এ মাইনাস ৮ জন, বি গ্রেড ১১ জন, সি গ্রেড ১৭ জন ও ডি গ্রেড ২ জন এবং অকৃতকার্য হয়েছে ১০ জন।

আরো পড়ুন  শাহরাস্তিতে ৩দিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন
বেলচোঁ উচ্চ বিদ্যালয় থেকে ৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৭৫ জন। পাশের হার ৯২.৫৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন, এ গ্রেড ২১ জন, এ মাইনাস ২০ জন, বি গ্রেড ১৬ জন, সি গ্রেড ১২ জন ও ডি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ৬ জন।

প্যারাপুর উচ্চ বিদ্যালয় থেকে ৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৬১ জন। পাশের হার ৮৮.৪১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন, এ গ্রেড ২১ জন, এ মাইনাস ১৩ জন, বি গ্রেড ৮ জন, সি গ্রেড ১০ জন ও ডি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ৭ জন।

বলিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ১৩৭ জন। পাশের হার ৯৬.৪৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন, এ গ্রেড ৪২ জন, এ মাইনাস ৩১ জন, বি গ্রেড ৩০ জন, সি গ্রেড ১৮ জন ও ডি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ৬ জন।

বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় থেকে ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৪৩ জন। পাশের হার ৬৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ জন, এ গ্রেড ১১ জন, এ মাইনাস ১ জন, বি গ্রেড ১২ জন, সি গ্রেড ১১ জন ও ডি গ্রেড ১ এবং অকৃতকার্য হয়েছে ১৯ জন।

দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয় থেকে ৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৯২ জন। পাশের হার ৯২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন, এ গ্রেড ২৯ জন, এ মাইনাস ১৭ জন, বি গ্রেড ১৪ জন ও সি গ্রেড ২৮ জন এবং অকৃতকার্য হয়েছে ৫ জন।

মালিগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৭২ জন। পাশের হার ৮৪.৭১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড ২৫ জন, এ মাইনাস ১৩ জন, বি গ্রেড ১১ জন, সি গ্রেড২১ জন ও ডি গ্রেড ১ জন এবং অকৃতকার্য হয়েছে ২৭ জন।

অলিপুর উচ্চ বিদ্যালয় থেকে ৫৭ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৪৮ জন। পাশের হার ৮৪.২১ শতাংশ। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ৫ জন, এ মাইনাস ১৮ জন, বি গ্রেড৭ জন ও সি গ্রেড ১৮ জন এবং অকৃতকার্য হয়েছে ৯ জন।

আল কাউসার স্কুল থেকে ৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৬৬ জন। পাশের হার ৯০.৪১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, এ গ্রেড ৩১ জন, এ মাইনাস ৩ জন, বি গ্রেড ১৪ জন ও সি গ্রেড ৪ জন এবং অকৃতকার্য হয়েছে ৭ জন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুসহ ২জনের মৃত্যু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাব্বী’র পরিবারকে অনুদান বিএনপির
হাজীগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করলো বাংলা এন্ড  প্যাসিফিক ডেভেলোপম্যান্ট  অরগানাইজেশন।  
শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি’র মতবিনিময় সভায়
মতলবে মিছিলে স্লোগানে ছাত্র-জনতার আনন্দ উল্লাস 
হেফাজত থেকে মুক্ত হয়ে যা বললেন সারজিস আলম

আরও খবর

error: Content is protected !!