চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের টাকা বিতরণের অভিযোগে এক
প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে বাড়ি-বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কেনার সময়
দুইজনকে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৯ মে) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহিম পাটওয়ারী ও ৮ নং
হাটিলা পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিকে আটক
করে থানায় নিয়ে আশে।
নাম প্রকাশে অনিচ্ছুক এমন কয়েকজন স্থানীয়রা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর আনারস মার্কার পক্ষে তারা টাকা
বিলি করছিলেন বলে শুনেছি।
তারা আরো জানান,আটক ব্যক্তিদের কাছ থেকে ব্যাগ ভর্তি টাকা পাওয়া গেছে। এই
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল রশিদ আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন, তাদেরকে
আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।