চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ
মাদক পাচারকারী দলের মোসা. হেলেনা বেগম (৩৫), মোসা. নাজমা (৫০), রূপা আক্তার
(৩৫) নামে ৩ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার
বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর
রশিদ সরকার, মো. দেলোয়ার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদ
আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর বিল্লালের
মাছের প্রজেক্টের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তল্লাসি চালিয়ে ১২কেজি
গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার কোতয়ালী
থানার শাসনগাছা গাজী বাড়ীর মৃত আজিজ মিয়ার কন্যা মোসা. হেলেনা বেগম,
একই উপজেলার ধর্মপুর গ্রামের মৃত জামাল হোসেনের স্ত্রী মোসা. নাজমা এবং
আড়াইওড়া নমসোদপাড়ার সাইফুল ইসলামের স্ত্রী রূপা আক্তার।
থানা সূত্রে জানা যায়, সংঘবদ্ধ মাদক পাচারকারী দলের ৩ সদস্যকে এবার হাতে
নাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। চক্রটির সকল সদস্যই নারী এবং সকলের বাড়ী
কুমিল্লা জেলায়। অভিনব কায়দায় শিশু বাচ্চাকে কোলে নিয়ে দরিদ্র-অসহায় নারীর
বেশ ধারণ করে যাত্রীবেশে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে দেশের বিভিন্ন
স্থানে মাদক চালান পৌছে দেয় চক্রটি। কালো পলিথিনে ভরে গাঁজার ৫টি প্যাকেট
নিজেদের মধ্যে ভাগাভাগি করে ভিন্ন ভিন্ন স্থান থেকে সিএনজি যাত্রী সেজে
বৃহস্পতিবার বিকালে তাদের গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে
গ্রেপ্তারকৃত আসামীগন উদ্ধার ও জব্দকৃত ১২ কেজি গাঁজা কুমিল্লা জেলার
সীমান্তবর্তী এলাকা হইতে কম মূল্যে ক্রয় করিয়া অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে
নিয়া যাইতেছিল মর্মে স্বীকার করে। পুলিশের অপরাধ রেকর্ড পর্যালোচনা করে
তাদের প্রত্যেকের বিরুদ্ধে ২/৩ টি করে পূর্ববর্তী মাদক মামলার রেকর্ড পাওয়া
যায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গ্রেপ্তারের
বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কচুয়া থানার
মামলা নং-১৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) রুজু করা
হয়েছে এবং অদ্য আসামীদের কোর্টে সোপর্দ করা হয়েছে। মোহাম্মদ সাইফুল
ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার চাঁদপুর মহোদয়ের সার্বিক দিক
নির্দেশনায় চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি
অভিযান চলছে।