হাজীগঞ্জ-শাহারাস্তি সংসদীয় আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের অর্থায়নে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে হাজিগঞ্জ ক্রিকেট একাডেমির প্রশিক্ষণ মাঠ সহ নানা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
১ই জুলাই (সোমবার) দুপুরে হাজিগঞ্জ পৌরসভাধারী আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার দুটি গোলবার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় স্কুলসহ ও স্থানীয় খেলোয়াড়দের মাঝে ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।
এরপর হাজীগঞ্জ পৌরসভাধারী পাইলট মডেল স্কুল এন্ড কলেজের মাঠে হাজীগঞ্জে প্রথমবারের মতো উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রিকেট একাডেমির ক্রিকেটারদের প্রশিক্ষণের ডিউজ বলের নেট পিছ তৈরি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসাইন, হাজীগঞ্জ উপজেলা ক্রীড়ার সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেল, হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আবু সাঈদ, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস, রতন ও হারুন আর রশিদ সহ প্রমুখ।