শহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসাবে মতলব উত্তরের ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজের মাঠে বৃক্ষ রোপন করেছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু।
১৬ আগষ্ট শুক্রবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বৃক্ষ রোপন করেছেন তিনি।
তিনি এ সময় বলেন, আমাদের সুন্দর জীবন ও সুস্বাস্থ্যের জন্য সুন্দর পরিবেশ দরকার। কাজেই সেদিকে সবাই সচেতন হোন সেটিই আমি চাই।
তিনি বলেন, আমার লক্ষ্যই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ, দেশের মানুষ এবং প্রকৃতিকে সুরক্ষিত রাখা।