চিরনিদ্রায় শাহিত হলেন
শাহরাস্তি পৌর আ’লীগ নেতা মান্নান ব্যাপারী
জানাজার নামাজে হাজারো মুসল্লী ঢল।
শাহরাস্তি পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মান্নান ব্যাপারী
শুক্রবার রাত ১২:৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন আবদুল মান্নান ব্যাপারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৬ আগষ্ট) বাদ জুম’আ শাহরাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রী কলেজ মাঠে মরমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন মুশু পাটোয়ারী, মেহের উত্তর ইউপির প্রাক্তন চেয়ারম্যান মোজাম্মেল হক পাটোয়ারী, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান মোল্লা।
আব্দুল মান্নান বেপারী রাজনৈতিক পদ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন মেহের ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ ফখরুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, মরহুমের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমানসহ দলমত নির্বিশেষে হাজার হাজার মুসল্লী জানাযায় উপস্থিত ছিলেন। জানাজার শেষে মরহুমের পারিবারিক গোরস্থানে তার লাশ শায়িত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে,১ছেলেসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে যান।