হাজীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণ্যাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। র্যালীটি হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে বের হয়ে বাজারের প্রদান সড়ক প্র করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলালের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) হাজী ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, বিএনপি নেতা হেলাল উদ্দিন মজুমদার, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরীর সঞ্চালনা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান কানু পাটওয়ারী, শেখ আলী আকবর, দপ্তর সম্পাদক ইমাম হোসেন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক ডা. জহিরুল ইসলাম, আবু বকর ছিদ্দিক সুমন, হাছান পাটওয়ারী, শরীফুল ইসলাম গাজী, জহিরুল ইসলাম, শাহজালাল রাসেল, রাশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আ. হালিম, আনিছুর রহমান, মাসুম চৌধুরী, জহিরুল ইসলাম, খোরশেদ আলম, সোহেল আহম্মদ, কাউছার বেপারী, নুরুল ইসলাম গাজী, এমরান হোসেন মজুমদার, আ. মালেক, রহমত উল্ল্যাহ শাহজান, সবুজ মজুমদার, আ. কাইয়ুম বাবু, আ. কুদ্দুছসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বক্তারা বলেন, স্বেরাচারী বিরোধী আন্দোলনে শহীদদের হত্যাকারীদের ফাঁসির দাবিসহ আওয়ামীলীগের সকল অপরাধীদের বিচারের দাবি জানান এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী না করায় পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানান।