হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটি গঠনকল্পে গঠিত ৫ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির সাথে আগ্রহী প্রার্থীদের মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় কমিটির আহবায়ক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সমন্বয় কমিটির কোষাধ্যক্ষ এস.এম চিশতী, সদস্য গাজী সালাউদ্দিন ও কাজী হারুন অর রশিদ। এসময় প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, খালেকুজ্জামান শামীম, হাছান মাহমুদ, সাখাওয়াত হোসেন, এনায়েত মজুমদার, খন্দকার আরিফ, কবির আহমেদ, গাজী নাছির উদ্দিন, মেহেদী হাছান, মোহাম্মদ হাবীব উল্যাহ্, পাপ্পু মাহমুদ, মঞ্জুর আলম, জহিরুল ইসলাম জয়, গাজী মহিন উদ্দিন।
এসময় প্রার্থী সাইফুল ইসলাম ও রেজাউল করিম নয়ন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রোটেশনের মাধ্যমে প্রেসক্লাবের কার্যকরি কমিটি গঠনের লক্ষ্যে গত সোমবার (১৯ আগস্ট) পর্যন্ত সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন লিখিত আবেদন করেন।
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটিয়ে হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটি গঠনকল্পে
গত ১৭ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত সাধারণ সভায় ৫ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠনসহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গ্রহণকৃত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হলো, বর্তমানে গঠনতন্ত্র স্থগিত ও আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে কার্যকরি কমিটির দায়িত্বকাল দুই বছরের পরিবর্তে এক বছর মেয়াদ হবে এবং সমন্বয় কমিটির মাধ্যমে কার্যকরি কমিটি গঠিত হবে।
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনের ভিত্তিতে এবং অন্যান্য পদসমূহ সহ সমন্বয় কমিটি কার্যকরি কমিটি গঠন করবেন। এক্ষেত্রে সমন্বয় কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
সমন্বয় কমিটি ৭ কার্যদিবসের মধ্যে কার্যকরি কমিটি গঠন করবেন এবং আগামি তিন বছরের জন্য তিনটি (প্রতি বছরের জন্য একটি) কমিটি গঠন করে দিবেন। এর মধ্যে ধারাবাহিকভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কমিটির নেতৃবৃন্দ একবছর মেয়াদ করে দায়িত্ব পালন করবেন।
প্রথম কার্য-নিবার্হী কমিটি দায়িত্ব গ্রহণের পর সাধারণ সভার মাধ্যমে গঠনতন্ত্র সংশোধণ/পরিবর্তন/পরিমার্জন করবেন এবং নতুন সদস্য অর্ন্তভুক্তির বিষয়ে সিদ্বান্ত গ্রহণ ও বাস্তবায়ন করবেন।
কার্যকরি কমিটি দায়িত্ব গ্রহণের পর এক বছর মেয়াদ শেষ হওয়ার পরের দিন পরবর্তী বছরের জন্য গঠিত কার্যকরি কমিটির দায়িত্বকাল শুরু হবে। এ ক্ষেত্রে বর্তমানে দায়িত্ব পালনকৃত কমিটি তাদের মেয়াদের অন্তুত এক সপ্তাহ পূর্বে পরবর্তী কমিটিকে দায়িত্বভার হস্তান্তর করবেন।
বর্তমান কমিটি দায়িত্ব হস্তান্তরে গড়িমসি করলে কিংবা দায়িত্ব হস্তান্তর না করে, তবে তাদের মেয়াদ এক বছর পূর্ণ হলে এই কমিটি সয়ংক্রিয়ভাবে বাতিল এবং পরের দিন থেকে গঠিত ধারাবাহিকভাবে দ্বিতীয় ও তৃতীয় কমিটি দায়িত্বকাল শুরু হবে এবং তারা দায়িত্ব পালন করবেন।