বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে দুর্ভোগের শিকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
২৪ আগস্ট শনিবার উপজেলার গুপ্তি পূর্ব ইউনিয়নের গল্লাক এলাকায় তিনি ত্রাণ বিতরণ কর্মকান্ডের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান এর নির্দেশে টানা বৃষ্টিপাতের কারণে মারাত্মক জলাবদ্ধতার শিকার বিপদে পড়া মানুষজনের হাতে ত্রান পৌঁছে দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। কেউ যেন অভুক্ত না থাকে সেদিকে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবে।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।