ফরিদগঞ্জে কাতারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাসেল খান টিটু উপজেলার বিভিন্ন এলাকার পানিবন্দী প্রায় সাড়ে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
গত কয়েক দিনের টানা বর্ষনের কারণে উপজেলা জুড়ে জলাবন্ধতার সৃষ্টি হয়। এতে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। হত দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষ সেই সাথে যাদের ঘরে পানি প্রবেশ করে তারা মানবেতর জীবন যাপন করে। তাদের বিপদে প্রবাস থেকে বাংলাদেশে এসে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন রাসেল খান টিটু, নিজেই ত্রাণ সামগ্রী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তার এই মহতী উদ্যোগ এলাকায় বেশ প্রশংসিত হয়েছে। তার খাদ্য সামগ্রির মধ্যে ছিলো- চাল ৫ কেজি, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মসুরের ডাল , এক প্যাকেট লবন,প্রথম পর্বে তিনি ৫৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। তার এই কার্যক্রম পরিস্থিতি আরো অবনতি হলে প্রয়োজনে চলমান থাকবে বলে তিনি তার বক্তব্যে বলেন।
ত্রাণ বিতরণ কালে তিনি এক প্রতিক্রিয়ায় বলেন- দেশের বিভিন্ন জায়গায় যখন বন্যার পানি বিপদ সীমার উপরে বিভিন্ন মানুষের ঘরবাড়ি কৃষি জমি মৎস্য খামার পানির নিচে তলিয়ে গিয়েছে, অনেক মধ্যবিত্ত মানুষ আছে যারা কর্মে যেতে পারে না, তারও অসহায় হয়ে পড়েছে অনেক মানুষ আছে যারা , পরিস্থিতির শিকার হয়ে এই অবস্থায় এসে পড়েছেন তাই আমি প্রবাসে বসে থাকতে পারিনা, আমার মনে হয়েছে এই সময়টাতে আমি সবার পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব হিসেবে পড়েছে তাই
আমি এলাকার মানুষের পাশে দাঁড়াতে ছুটে এসেছি। আপনারা আমার ও আমার পরিবারদের জন্য দোয়া করবেন। যেন আমি প্রতিটা সময় মানুষের সুখে- দুঃখে পাশে থাকতে পারি, এছাড়াও আমার ছোট ভাই আমেরিকা প্রবাসী, আল-আমিন খাঁন ও মানুষের পাশে থাকতে সহযোগিতার অনুদান পাঠিয়েছেন ,এছাড়াও বন্যার পরিস্থিতি যদি আরো অবনতি হয় , তাহলে আমাদের পরিবারের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।
২৯ আগস্ট বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ,
প্রতিটা এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন , ১০ নং গোবিন্দপুর দক্ষিন ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহমান পাটোয়ারী সহ , অন্যান্য প্রমুখ।